শুক্রবার বান্দরবান সদর উপজেলার গুংগুরুপাড়াএলাকায় ব্রিক ফিল্ডের ইট বোঝায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল চালক নিহত এবং আরো দুই আরোহী আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার বিকাল চারটার দিকে সদর উপজেলার গুংগুরু পাড়া এলাকায় এবিসি ব্রিক ফিল্ডের ইট বোঝায় একটি ট্রাক একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলেই চালক মো: জমির উদ্দিন (৩০) নিহত এবং আরোহী মো: আমির হোসেন (৩৮) ও মো: আলম (৩৬) গুরুতর আহত হন। আহতের বান্দরবান সদর হাসপাতালে ভর্তির তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.