• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিটমানি গ্লোবাল ডটনেট নামে প্রতারণা
পুলিশ সদস্য টারজান খীসার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2017   Saturday

রাঙামাটিতে পুলিশ সদস্য টারজান খীসার বিরুদ্ধে বিটমানি গ্লোাবাল ডটনেট নামে একটি ভুয়া এমএলএম (মাল্টি-লেভেল মার্কেটিং) কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ওই পুশিল সদস্য তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন। 

 

শুক্রবার রাতে শুক্রবার রাতে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতারনা শিকার শতাধিক গ্রাহকরা এক সংবাদ সন্মেলনে এ অভিযোগ করেন।


সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন প্রতারনার শিকার গ্রাহক সোমেন চাকমা। এসময় দীপন চাকমা, এশা তালুকদার, ছোট মায়া চাকমা, সূচিত্রা চাকমা, কাজলা চাকমা,দীপংকর চাকমা, চিরজ্যোতি চাকমা, নির্মলা চাকমা, পুর্ণিমা বড়ুয়া, রাকেশ চাকমা, চন্দ্র লাল চাকমাসহ প্রতারণার শিকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, পুলিশ বিভাগে কর্মরত পুলিশ সদস্য টারজান খীসা আন্তর্জাতিক মানি লন্ডারিং মাল্টিমিডিয়া কোম্পানি বলে প্রচার করে গেল ২০১৬ সাল থেকে ‘বিটমানি গ্লোবাল ডটনেট’ নামে একটি এলএমএন কোম্পানী খুলেন রাঙামাটিতে। এর মাধ্যমে তিনি একটি চক্র তৈরি করে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় প্রতারণার জাল ফেলে সাধারণ ও সহজ-সরল লোকজনকে বিনিয়োগে পাঁচ মাসে দ্বিগুন লাভের প্রলোাভনের ফাঁদে ফেলেন। এতে অধিক লাভের আশায় সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা তার হাতে তুলে দেন বহু মানুষ। প্রায় দুই হাজারের অধিক লোকজন এভাবে বিনিয়োগ করেছেন।


সংবাদ সন্মেলনে তাদের অভিযোগ প্রথমে ইউনিপে টু-এর সাথে জড়িত ছিলেন টারজান খীসা। ওই সময় তার প্রতারণার ফাঁদে পড়ে বহু লোককে পথে বসতে হয়েছে। বর্তমানেও ‘বিটমানি গ্লোবাল ডটনেট নাম দিয়ে সাধারন গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হতিয়ে নিয়েছেন। টারজান খীসা বর্তমানে পুলিশে নায়েক পদে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) দেহরক্ষী হিসেবে দায়িত্বরত রয়েছেন।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়,২০১৬ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে দ্বিগুন লাভ পাওয়ার প্রলোভনের শিকার হয়ে লাখ লাখ টাকা বিনিয়োগে টারজান খীসার হাতে নগদ জমা দিয়েছিলেন। অনেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন। পরে নির্দিষ্ট সময় এলে তারা বিনিয়োগ ফেরতসহ লাভের টাকা পাওয়ার জন্য তার কাছে বারবার দ্বারস্থ হন। কিন্তু তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যান। দেখা করতে চাইলে তিনি কারও সঙ্গে দেখা করেন না। ফোন করলে উল্টো হুমকি দেন এবং নানা প্রভাব দেখান। এক পর্যায়ে তার সঙ্গে বসে আসল টাকা ফেরত দেয়ার জন্য লিখিত অঙ্গিকার নিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কাউকে আসল টাকাও ফেরত দেয়ার তো দূরের কথা, সব সময় নানাভাবে হুমকি দিয়ে আসছেন টারজান খীসা।


সংবাদ সন্মেলনে আরো বলা হয়, টারজান খীসা বর্তমানে তার ওই বিটমানি ডটনেট ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন। তা ছাড়া এখন জানতে পেরেছি সেটিকে আন্তর্জাতিক কোম্পানি প্রচার করলেও নিজেই তৈরি করেছেন তিনি। কয়েক হাজার সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে এখন উল্টো দাপট দেখান টারজান। আমরা তার প্রলোভনের ফাঁদে পড়ে অনেক কষ্টার্জিত ও ঋণ নেয়া টাকা বিনিয়োগ করেছি। বর্তমানে আমরা সব সহায়-সম্বল হারিয়ে নিরূপায়। আমাদের বিনিয়োগের আসল টাকা ফেরত পেতে আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করি। প্রয়োজনে অচিরেই আমরা আইনের সহায়তা নেব।


এদিকে, এর আগে শুক্রবার সকাল থেকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপায় জড়ো হন টারজান খীসার বিটমানি গ্লোবাল ডটনেটের প্রতারণার শিকার কয়েকশ’ বিনিয়োগকারী নারী-পুরুষ। তারা নিজেদের টাকা ফেরত পেতে যোগাযোগের চেষ্টা করেন বনরূপায় বসবাসকারী কোম্পানির মালিক নামধারী টারজান খীসার সাথে। কিন্তু তার কোনো দেখা পাননি গ্রাহকরা। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে গ্রাহকদের গালাগালি ও নানা হুমকি দেন এবং কোনো রকম টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান তিনি। পরে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেন। এ অবস্থায় শেষে রাত প্রায় ৯টার দিকে বনরূপার রাঙামাটি রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে গিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মুখোমুখি হন প্রতারণার শিকার শতাধিক নারী-পুরুষ।


এ ব্যাপারে পুলিশ সদস্য টারজান খীসার সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট দাবী করেছেন। তিনি জানান, বিটমানি গ্লোাবাল ডটনেট নামে যে কোম্পানীর কথা বলা হয়েছে এটি তার নিজের পরিচালিত কোম্পানী নয়। তিনি এ কোম্পানীর একজন গ্রাহক। তাই গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। মূলত তার ভাবমূর্তি নষ্ট করতে এই সমস্ত ভূয়া ও মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),রাঙামাটি মোঃ রুহল আমিন সিদ্দিকি বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার (টারজান খীসা) বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ