• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান নিহত                    রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক                    রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত                    কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ                    রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    কাউখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড                    বিলাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত                    বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা                    শুধু মুখের কথা ও কাগজে লেখা নয় বাস্তবে অন্তর্ভূক্তিমূলক দেখতে চাই -সন্তু লারমা                    
 
ads

চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫শতাংশ কোটা চালুর দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2024   Tuesday

সকল সরকারী চাকরিতে ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৫শতাংশ কোটা, আদিবাসী মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে  মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।

এসময় সমাবেশে পিসিপির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র ও সংবিধান সংস্কারের অভিনন্দন জানিয়ে বলেন, সংবিধানে গণমুখী, সার্বজনীন ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলা হয়েছে। পাহাড়ে শিক্ষা ব্যবস্থা থেকে সকল ক্ষেত্রে যে বৈষম্য তৈরী করা হয়েছে। এসকল বৈষম্য দূরীকরণের জন্য সংবিধান সংশোধন করা জরুরী। বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের জাতিগত পরিচয় বাঙালি হিসেবে পরিচয় চাপিয়ে দেওয়া হয়েছে। আদিবাসীদের উপড় দমন পীড়ন জারি রেখেছে উগ্র সাম্প্রদায়িক সরকার। আদিবাসীরা একদিন স্বনির্ভর ছিল। কিন্তু তাদেরকে ক্রমাগতভাবে স্বভূমি থেকে উচ্ছেদ করে, তাদের সম্পত্তি দখল করা হয়েছে। এজন্য রাষ্ট্রই দায়ী। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম হচ্ছে মূলত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবাযন না হওয়ার কারণে।
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন করে সকল প্রকার সরকারি চাকুরিতে ও দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসীদের ৫শতাংশ কোটা বহাল রাখার দাবির জানান।
শিক্ষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে পিসিপির জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারন সম্পাদক সৌমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি নিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, পিসিপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা,মারমা ষ্টুডেন্টস কাউন্সিলের জেলা শাখার সাধারন মংগ্রি মারমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল জেলা জিমনেসিয়াম চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরূপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশে পিসিপি,যুব সমিতি,হিল উইমেন্স ফেডারেশন, মহিলা সমিতি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মীর পাশাপাশি রাঙামাটি শহরের বিভিন্ন উ”চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দেড় হাজারের অধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।

সমাবেশ পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা বলেন, ছাত্র সমাজের প্রতি বলেন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজেরা লড়াই সংগ্রাম করে আদায় করতে হবে এবং সেইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে নিতে হবে।

পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা বলেন, শিক্ষা হলো একটি নাগরিকের মৌলিক অধিকার। সংবিধানে গণমুখী, সার্বজনীন ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলা হয়েছে। কিন্তু আজকে আমরা সেটা দেখতে পায়না। বাংলাদেশে বর্তমানে নানা ধারার শিক্ষা ব্যবস্থা চালু আছে। শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায়িক রুপ দিয়ে বাংলাদেশ সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, বৈষম্য করছে। সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য সংবিধান সংশোধন করা জরুরী।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উলিচিং মারমা বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী অনগ্রসর আদিবাসীদের জন্য শিক্ষা ও চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওযার কথা থাকলেও সেটি বাস্তবায়ন করা হয় না। উপরন্তু আদিবাসী শিক্ষার্থীরা মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা পাহাড়ে নেই। জেলা পরিষদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি করা হয়।

সংহতি বক্তব্যে বিএমএসসি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মংগ্রি মারমা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষী ১৪ টি আদিবাসী জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা শাখার সভাপতি জিকো চাকমা বিগত ১৬টি বছর আওয়ামীলীগ সরকার থাকার পরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি মৌলিক বিষয় সমূহ বাস্তবায়ন করেনি উল্লেখ করে অন্তবর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশের ৫০টির অধিক আদিবাসী জাতিগোষ্ঠী যাহাতে বৃহৎ জাতিগোষ্ঠীর সাথে শিক্ষায় সমানতালে মর্যাদা ও আদিবাসীদের সকল প্রকার সরকারি চাকরিতে ও দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫শতাংশ কোটা চালু রাখার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ