বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহা পি-দান উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে শতাধিক বৌদ্ধ ভিক্ষু এই পি-দান উৎসবে অংশ নেয়।বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই উৎসবে ভিক্ষুদের সম্মানে ছোঁয়াইং (অন্ন), মিষ্টান্ন, ফল-মূলসহ উৎকৃষ্ট খাবার উৎসর্গ করেন। সকালে শহরের মধ্যম পাড়া, উজানী পাড়া, জাদি পাড়া ও রাজবাড়ি এলাকায় ভিক্ষুরা দায়ক দায়িকাদের কাছ থেকে পি-দান গ্রহন করেন।পূণ্য লাভের আশায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ওইদিন পিন্ডদানের পাশাপাশি বিভিন্ন প্রকার ফল-মূল ও মিষ্টান্ন দান করে থাকেন।আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিণী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ মন্দির গুলোতে বর্ষাবাস পালণ করা হয়। তিনমাস বর্ষাবাসের পর শুরু হয় কঠিন চীবর দান উৎসব। কঠিন চীবর দানের পর সর্বশেষ পিন্ডদান উৎসবের আয়োজন করা হয়ে থাকে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.