• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান নিহত                    রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক                    রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত                    কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ                    রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    কাউখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড                    বিলাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত                    বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা                    শুধু মুখের কথা ও কাগজে লেখা নয় বাস্তবে অন্তর্ভূক্তিমূলক দেখতে চাই -সন্তু লারমা                    রাঙামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    টাকার বিনিময়ে বিক্রি শিশুটির ঠিকানা হয়েছে সরকারী শিশু সদন পরিবারে                    বিলাইছড়িতে এডিপি’র প্রকল্পের কাজ অসমাপ্ত, একই প্রতিষ্ঠানে একাধিক প্রকল্প গ্রহণের অভিযোগ                    রাবিপ্রবিত চলতি শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম                    সারাদেশে একই রকম শাসন চললেও পাহাড়ে চলছে আলাদা শাসন-উষাতন তালুকদার                    বাঘাইছড়িতে এখনো বেশ কিছু নিম্নাঞ্চর প্লাবিত রয়েছে                    জুড়াছড়িতে অবৈধভাবে প্রবেশে এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি                    কাপ্তাই বাঁধে চতুর্থ দফায় ৩ফুট পানি ছাড়া হচ্ছে                    
 
ads

লামায় জি.এম. ঝিরি বহুমূখী প্রকল্পের কৃষি উৎপাদনে আশানুরুপ সফলতা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলায় পতিত পাহাড়, অনাবাদি জমি ও পাহাড়ি ঝিরি ও ছড়াতে বাঁধ দিয়ে মাছ চাষ, পরিকল্পিত ফলদ বাগান ও বনায়ন করে সাফল্য অর্জন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা হামেলা হোসেন ফাউন্ডেশন। এ সংস্থারটি উৎপাদিত ফলমুল ও মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে এখন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এ বছর এ সংস্থাটি মৌসুমী ফল লিচু ও আম উৎপাদনের বাম্পার ফলন ঘটিয়েছে লামা উপজেলায়। এ সংস্থাটির সাফল্য দেখে এলাকার লোকজনও বনায়ন, ফলদ বাগান ও মাছ চাষে এগিয়ে আসতে শুরু করেছে।

 

সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি আমতলী এলাকায় ২০০৫ সাল থেকে ১শ একর পাহাড়ি জমি মালিকদের (জয়নাল মেম্বার) থেকে শেয়ারের ভিত্তিতে ৩০ বছরের জন্য লিজ নিয়ে হামেলা হোসেন ফাউন্ডেশন। সংস্থাটির নিজস্ব অর্থায়নে গড়ে তোলে মৎস্য ও কৃষি চাষ, পশুপালন এবং পর্যটন। বর্তমানে এ প্রকল্পের শতাধিক স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। লিজ নেয়া এসব জমির মধ্যে ২০ একর জমিতে (জি.এম. ঝিরিতে) বাধঁ দিয়ে মাছ চাষ, ৫০ একর জমিতে আম, ১৫ একর জমিতে লিচু এবং ১৫ একর জমিতে  চাষ করা হয়েছে বনায়ন।


জি.এম. ঝিরি বহুমূখী প্রকল্পটির নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন (রাবার কামাল) জানান,এলাকার চাহিদা পূরনের পর বছরে প্রায় ৫০ মেট্রিক টন আম্রপালী, ১৫ মেট্রিক টন লিচু, ১শ মেট্রিক টন জ্বালানী কাঠ ও ১০ মেট্রিক টন নানান জাতের মাছ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে।


তিনি আরও জানান, ২০০০ সালের পর থেকে বান্দরবানের লামায় বাণিজ্যিকভাবে নিজামপুর এগ্রো প্রোডাক্টস্ লিমিটেড, গোল্ডেল ভ্যালি এগ্রো প্রোডাক্টস্ লিমিটেড ও মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর আম্রপালীর চাষ শুরু হয়। এ পর্যন্ত বান্দরবানে ব্যক্তি মালিকানা এবং সরকারী উদ্যোগে প্রায় লক্ষাধিক একর জমিতে আম চাষ করা হচ্ছে। তিনি আরও জানান, আমের পাশাপাশি লিচু চাষও লাভজনক হওয়ায় অনেকে আমের সাথে সাথে লিচু, মালটা ও সফেদা চাষ করা হচ্ছে।

 

সরেজমিনের সময় কথা হয় বাগানে শ্রমিক কৃষক মনছুর আলীর সাথে। তিনি জানান, পূর্বচাম্বী  এলাকার লোকিজন দরিদ্র। এলাকায় কাজ না থাকায় পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলায় গিয়ে কাজ করতে হয়।  সেখানকার স্থানীয় শ্রমিকের জন্য আমরা সবসময় কাজ পেতাম না।  অনেক দূরে গিয়ে কাজ করা কষ্টকর। বর্তমানে এলাকায় এসব বাগান হওয়ায় শ্রমজীবি লোকজন বাড়িতে বসে কাজ করতে পারছে। তাছাড়া নিয়মিত কাজ করার সুযোগ পাওয়ায় স্থানীয় লোকজন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তবে এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভাট, বিদ্যুৎসহ নানান সমস্যা থাকায় বাগানিরা উৎপাদিত মালামাল সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না। এতে করে নায্য মূল্য থেকে বঞ্চিত  হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

 

পূর্বচাম্বী ওয়ার্ড মেম্বার শাহেব আলী জানান,  এ এলাকাটি অত্যন্ত দরিদ্র এলাকা। এসব কোম্পানী এবং বাগান মালিকরা  মাছ চাষ, ফলদ বাগান,ও বনায়ন করার কারণে সাধারন মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। অনাবাদী জমি আবাদের আওতায় এসেছে।

 

হামেলা হোসেন ফাউন্ডেশনের সদস্য জয়নাল মেম্বার জানান ,এ বছর জি.এম. ঝিরি বহুমূখী প্রকল্পে (মৎস্য, কৃষি, পশুপালন ও পর্যটন) আম্রপালী ও লিচুর ফলন আশানুরূপ হয়েছে। পর্বত্য এলাকায় উৎপাদিত ফরমালিন মুক্ত ফল ও পণ্যসমূহ দেশের আনাচে-কানাচে মানুষের হাতে পৌছে দিতে  সম্ভব হবে। তিনি আরও জানান, ১৯৯১ সালে জি.ই.সির মত একটি বিদেশী কোম্পনির চাকুরি ছেড়ে বন্ধুবান্ধবদের নিয়ে বান্দরবানের লামায় রাবার চাষ ও আম বাগান আরম্ভ করি ১৯৯৩ সালে। আশাকরি  এ প্রকল্পের মাধ্যমে  স্থানীয়  শ্রমজীবি নারী-পুরুষরে কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

লামা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুস্তম আলী বলেন, হামেলা হোসেন ফাউন্ডেশন-এর জি.এম. ঝিরি বহুমূখী প্রকল্পটি আমার নজর কেড়েছে। পরিকল্পিত চাষাবাদে দিগুন ফলন উৎপাদন করা যায়। কৃষি কাজের উন্নয়নে কারিগরী যে কোন সহযোগতিা দেয়া হবে।


লামা উপজেলার নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি বলেন, কামাল উদ্দিন (রাবার কামাল) ও অধ্যাপক কাজী শাহাদাত হোসাইনের মত উদ্যোক্তারা ব্যক্তির উদ্যোগে যেভাবে লামা উপজেলায় কৃষি বিপ্লব ঘটিয়েছেন তা অবশ্যই প্রশংসাযোগ্য। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়ন, জীবন যাত্রার নিরাপত্তা বিধানে হামেলা হোসেন ফাউন্ডেশন যুগোপযোগী ভূমিকা রেখে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ