সোমবার সকালে কাল বৈশাখীর তান্ডবে বান্দরবানের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম ভুমিকা তঞ্চঙ্গ্যা(৭)। সে সুয়ালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ও বঙ্গপাড়ার সজল কান্তি তঞ্চঙ্গ্যার মেয়ে।
জানা যায়,সোমবার সকাল পৌনে ১১টার দিকে বান্দরবানে আকস্মিক কাল বৈশাখীসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। এ সময় সুয়ালক ইউনিয়নের সুয়ালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রচন্ড ঝড়ো বৃষ্টির কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দেয়। এতে ছুটির ঘন্টার বাজার সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেরার পথে বিদ্যালয় থেকে অল্প দুরে একটি গাছের ডাল ভূমিকা তংচংঙ্গ্যার গায়ের উপর ভেঙ্গে পড়লে সে মারাত্নক আহত হয়। আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবকদের ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিভাবকদের অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের অসর্তকতা ও দায়িত্বেও অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন অভিভাবকরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.