লামা পৌরসভার পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের পাইন্যারসার বিল এলাকায় সোমবার সন্ধ্যায় ৫শ টাকার জন্য বন্ধু মিরাজকে ছুুরিকাঘাত করেছে আইয়ুব নামের এক যুবক। এতে মিরাজকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে।
আহত মিরাজের নানা আজিজুর রহমান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে একই এলাকার লিয়াকত আলীর ছেলে মোঃ আইয়ুব(১৯) পাইন্যারসার বিল দোকানের পাশে খেলা শেষে পুকুরে গোসল করার সময় ফুটবল কেনার হাওলাত দেয়া ৫শত টাকা ফেরত চায় মোঃ হোসেনের ছেলে মোঃ মিরাজ(২০)-এর কাছ থেকে। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আইয়ুব মিরাজকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এসময় তার প্রচুর রক্তক্ষরন হওয়ায় স্থানীয় লোকজন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, রোগীর অবস্থা আশংকাজনক ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.