• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

লামায় অতিরিক্ত যাত্রী বোঝাই জিপ খাদে পড়ে নিহত১: আহত১৯

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলার লামা-সুয়ালক রুটে সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মেচিং মার্মা (৩৫)।

শনিবার  অতিরিক্ত একটি যাত্রীবাহি বোঝাই জিপ গাড়ি অতিরিক্ত যাত্রী নিয়ে কেয়াজু পাড়া থেকে লামায় যাওয়ার পথে বুড়িঝিরি স্থানে পাহাড় উঠতে গেলে এ সময় জিপটি পিছন দিকে কালভার্টের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক ২জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরই ইউনিয়নের কেয়াজু পাড়া থেকে অতিরিক্ত যাত্রী(গাড়ী চালে সহ) বোঝাই করে লামা আসার পথে গজালিয়া ইউনিয়নের বুড়িঝিরি নামক স্থানে পাহাড় উঠার সময় জীপ গাড়িটিকে(নং- ঢাকা-ল-২১৪৮) পিছন দিকে আসা কালবার্ট সাথে ধাক্কা দেয়। এতে জীপ গাড়ীটি খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ী এলাকার থুক্যচিং মারমা স্ত্রী  মেচিং মারমা(৩৫) ঘটনাস্থলে মারা যায়। এ সময় কমপক্ষে ১৯ জন আহত হয়। এরা হলেন খেজা মারমা(৭০)পিতা-মৃত মংফাখ্যই মারমা ,মংসা প্রু মারমা(৪০) স্বামী- মংচিহ্লা মারমা, শিরমনি ত্রিপুরা(৭০)পিতা- সোনারাম ত্রিপুরা, আশ্রাফ আলী(৫৫) পিতা- মৃত গোলাম হোসেন, ম্রাথুইচিং মারমা(৩৮) স্বামী-এহ্লামং মারমা, মা সুইক্রা মারমা(৩৫) স্বামী-চশৈথোয়াই মারমা, চিছিঞা(৩৫) স্বামী মংয়েছা মারমা, থুইনুচিং মারমা(৩৫) স্বামী-ক্যথুইচিং মারমা, আমেনা বেগম(২৫)পিতা- আব্দুল খলিল, নজরুল ইসলাম(২৬) পিতা- মৌলভী- আলী জোহার, দিয়াম্বর ত্রিপুরা(৬০) পিতা- সূর্যমনি ত্রিপুরা, আব্দুল খালেক(৫০) পিতা- সুলতান আহম্মদ, বেলায়েত হোসেন(৬৫) পিতা-মৃত দেলোয়ার হোসেন, মোঃ ইউছুপ(২৮) পিতা- বেলায়েত হোসেন, আকবর আহম্মদ(৫০) পিতা- মতিউর রহমান, আব্দুর রশিদ(৩২) পিতা- আব্দুল জব্বার, মেরংতি ত্রিপুরা(৬০) স্বামী- দাউথোয়ায় ত্রিপুরা, আয়েশা খাতুন(৩০) স্বামী-রজব আলী, রুবি আক্তার (৪) পিতা- রজব। আহতদের মধ্য থেকে দিয়াম্বর ত্রিপুরা(৬০) ও খেজা মারমা(৭০)কে  আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল  পাঠানো হয়েছে। বাকীদেরা লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পর চালক মোঃ আনোয়ার  ও তার সহকারী আলী পালিয়ে যায়।

আহত আব্দুল রশিদ,চিছিঞা মারমা, আশ্রাফ আলী, আব্দুল খালেক, আমেনা বেগম জানান লামা বাজারের সাপ্তাহিক হাটে  নিজেদের উৎপাদিত ফসলসহ ইত্যাদি ক্রয়-বিক্রয় করার জন্য কেয়াজু পাড়া থেকে প্রায় ২০-২৫জন যাত্রী নিয়ে গাড়ী রওনা দেয়। এসময়  গাড়িতে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে ফেলার জন্য বললে  উল্টো গাড়ীর চালক তাদেরঅশালিন ভাষায় গাল মন্দ করে। পরে এ দুর্ঘটনা ঘটে। তারা আরও জানান,প্রতিদিন লামা সুয়ালক সড়কের লাইনের গাড়ির মালিক ও ড্রাইভাররা অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চলাচল করে। লামা সুয়ালক সড়কের তিনটি ইউনিয়নের প্রায় ৩০হাজার মানুষ এ জিপ পরিবহন মালিক সমিতির কাছে জিম্মি হয়ে পড়েছে। দেখার কেও নেই। এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা  পালন করছে।

লামা থানার উপ-পরিদর্শক (এস আই) রবিউল হোসেন ঘটনার নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাকবলিত জিপ গাড়ীটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

ads
ads
আর্কাইভ