পার্বত্য বান্দরবানে বুধবার থেকেই তিন দিন ব্যাপী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহাওয়াগ্যোয়ে পোয়ে উৎসব (প্রবারণা পূর্ণিমা) শুরু হচ্ছে। বর্তমানে মারমা আদিবাসীদের ঘরে ঘরে চলছে উৎসবের আনন্দ। প্রতি বছর বৌদ্ধদের প্রবারনা পূর্নিমাকে ঘিরে মারমারা এ উৎস ব পালন করে থাকেন।জানা যায়, বৌদ্ধ ধর্মীয় গুরুরা (ভান্তেরা) তিন মাস ব্যাপী বর্ষাবাস পালন করে থাকেন। এ বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে মারমা আদিবাসীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহাওয়াগ্যোয়ে পোয়ে উৎসব পালন করেন। তিন দিন ব্যাপী উৎসবের মধ্যে রয়েছে ধর্মীয় প্রথানুসারে প্রতিটি বৌদ্ধ বিহারে রথযাত্রা, ফানুস বাতি উত্তোলন,ধর্র্ম দেশনা, প্রবীণদের অষ্টশীল পালন, ছোয়াইং দান ও পিঠা-পুঠি তৈরিসহ ইত্যাদি।সূত্র জানায় জেলার ৭টি উপজেলার গ্রামে গ্রামে পৃথক কর্মসূচিতে প্রধানত মারমা আদিবাসীরা এ মহা ওয়াগ্যোায়ে পোয়ে উৎসব পালন করবেন।
–হিলকিবডি২৪/সম্পাদনা/সিআর.