মঙ্গলবার বিলাইছড়িতে আওয়ামীলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মার্মা, সুকুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃকিত সম্পাদক ও জেলা পরিষদ সদস্য (প্রাণী সম্পদ) রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, শুভাশীষ কর্মকার, সাথোয়াই মার্মা, উপজেলা কৃষক লীগের সভাপতি অমর চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুই প্র“ মার্মা (আকাশ), উপজেলা ছাত্র লীগের সভাপতি রুবেল দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.