সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পুজার মহা সপ্তমী উপলক্ষে বুধবার রাঙামাটির লংগদু ও বরকল উপজেলার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।পরিদর্শণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শামীমা রশীদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অমর দে, সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্ট্যাচার্য্যসহ হিন্দু ধর্মালম্বীদের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় পরিষদ চেয়ারম্যান লংগদু মাইনী বাজারের হঁরি মন্দিরের সংস্কারের জন্য ৫লক্ষ টাকা, রাধাকৃষ্ণ সেবা আশ্রমে ৫০ হাজার ও বরকল উপজেলা সুবলং বাজার শ্রী হঁরি মন্দীরে ২৪বান টিন প্রদানের ঘোষনা দেন।মন্দিরের নের্তৃবৃন্দদের সাথে আলাপকালে পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সকল ধর্মালম্বীদের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই অনুদান প্রদান করা হচ্ছে। সরকার চাই এদেশের সকল ধর্মের মানুষ সঠিকভাবে যার যার ধর্ম পালন করতে পারে। কিন্তু এক শ্রেণীর মৌলবাদী লোক ধর্মকে নিয়ে রাজনীতি করছে এদের ঘৃণ্য রাজনীতি থেকে সবসময় দুরে থাকারও পরামর্শ দেন চেয়ারম্যান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.