বরকল উপজেলায় বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের প্রয়াত বিহার অধ্যক্ষ জ্ঞান তাপস উ.পান্ডিতা মহাথেরো ভিক্ষুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণে উ.পান্ডিতা বিদর্শণ ভাবনা কেন্দ্রের উদ্যোগে দশ দিন ব্যাপী আয়োজিত বিদর্শন ভাবনা কোর্স শুক্রবার শেষ হয়েছে। গত ২০ আগষ্ট থেকে এ ভাবনা র্কোস শুরু হয়।কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত বিহার অধ্যক্ষ উসবর্ণ থের-এর সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন লতিবাঁশছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ শুভবর্ধন ভিক্ষু,প্রধান ধর্ম দেশক ভদন্ত পঞঞাদীপ থের।দশ দিনব্যাপী ভাবনা কোর্সের পরিচালনা করেন বাঘমারা বিমুক্তি সুখ মহাসতিপটঠান বন ভাবনা কেন্দ্রের মহাপরিচালক সদ্বর্ম কথিত বিদর্শনাচার্য ভদন্ত পঞঞাদীপ থের ভিক্ষু ও হাজাছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘপাল মহাথের।ভদন্ত পঞঞাদীপ থের তার ধর্ম দেশনায় জগতের সকল মুক্তিকামী স্বত্বগণের নাম রুপ পঞ্চস্কন্ধ দুঃখ থেকে পরিত্রাণ লাভের জন্য ভাবনা অনুশীলন করা একান্ত প্রয়োজন ধর্মোপদেশ দেন।ভাবনা র্কোস শেষে বুদ্ধমুর্তিদান,অষ্টপুরষ্কারদান,সংঘদানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.