রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মঙ্গলবার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীর ১২৪তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি দীলিপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লে.কর্নেল রবিউল ইসলাম সিগন্যাল। শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রমের আয়োজনে এবং উপজেলা সনাতন যুব পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা,কাচালং ডিগ্রী কলেজ অধ্যক্ষ স্বপন কুমার দে,৩৯বিজিবির সহকারী পরিচালক মোঃ মতিয়ার,বাঘাইছড়ি পৌর প্যানেল মেয়র আঃ শুক্কর মিয়া ও কাচালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী রা কালী মন্দির কমিটির সভাপতি মিলন ধর। অনুষ্ঠান পরিচালনা করেন সনাতন যুব পরিষদ ও উৎসব পরিচালনা কমিটির সভাপতি সুজিৎ চক্রবর্তী। পরে প্রধান অতিথি এসএসসি পাশের কৃতি ছাত্র ছাত্রীদের ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.