বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়িতে বৗদ্ধ ধর্মীয় আনন্দ শোভাযাত্রা হয়েছে।পানছড়ি ইউনিয়নের সংঘ মৈত্রী বৌদ্ধ বিহার উন্নয়ন পরিচালনা কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি পানছড়ি মির্জিবিল বিহার প্রাঙ্গন এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদনি করে উপজেলার মির্জিবিল সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারের গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় শতশত বৌদ্ধ নরনারী অংশ গ্রহণ করে।শোভাযাত্রা শেষে সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারে ভদন্ত জিতানন্দ থের সভাপতিত্ব স্ব-ধর্ম দেশনা দেন ভদন্ত পহিন মিত্র ভিু, ভদন্ত জ্ঞানোত্তর ভিক্ষু। সকাল বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা উৎসর্গ, বুদ্ধ মূর্তিদান, সংঘাদান, অষ্টপরিষ্কার দান ও ভিক্ষু সংঘকে পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বুদ্ধ পূর্নিমা উপলে পানছড়ি মুনিপুর বনবিহার, লোগাং বনবিহার, তারাবন ভাবনা কেন্দ্রে ও বুদ্ধ পূজা উৎসর্গ, বুদ্ধ মূর্তিদান, সংঘাদান, অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ভদন্ত শুভকীর্তি ভিক্ষু বলেন, শুভ বৈশাখী পূর্ণিমায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমের জন্ম, বুদ্ধত্ব লাভ আর মহাপরিনির্বাণ লাভ করেন। তাই বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত পবিত্র দিন।
–হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.