৯ আগস্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়।
মগবান ইউনিয়নের বড় আদামে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পুগোবেলের সহযোগিতায় উইমেনস নেটওয়ার্ক-এর আয়োজনে বড়াদম প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রিয়াংকা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, পুগোবেলের সভাপতি শান্তিপদ চাকমা, মগবান গ্রামের কার্বারী সুধীর নাগর চাকমা।
এর আগে বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী ঘিলাহারা, ফোরহারাসহ আদিবাসীদের বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। এতে গ্রামের সকল বয়সী নারী পুরুষরা অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.