খাগড়াছড়িতে বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের টাউন হল চত্বের বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য পাদদেশে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়া আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহেদুল আলম, লা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম কিশোর ত্রিপুরা, এসএম শফি, দিদারুল আলম, শতরুপা চাকমা,খোকেশ্বর ত্রিপুরা,এ্যাডভোকেট আশুতোষ চাকমা, নিগার সুলতানা প্রমুখ।
সভার আগে বিএনপির খাগড়াছড়ি ইউনিয়ন শাখার সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আম্যে মারমা, পানছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রত্ন তঞ্চঙ্গ্যা ও উপজেলা যুবদলের সভাপতি মো. এরশাদের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.