ট্রান্স ফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি(সনাক)এর উদ্যোগে সোমবার রাঙামাটি সরকারী কলেজে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করা হয়। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্টানের সেবা সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে তরুন সমাজে সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনপূর্বক দুর্নীতি রোধে কার্যকর সামাজিক আন্দোলনে তরুন সমাজকে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসুচি আয়োজন করা হয়।
“তথ্যই শক্তি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার রাঙামাটি সরকারী কলেজে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনার সময় উপস্থিত ছিলেন সনাকের রাঙামাটি শাখার সভাপতি চাঁদ রায়, সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক সদস্য সুস্মিতা চাকমা, ললিত সি চাকমা, সত্রং চাকমা। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র সার্বিক পরিচালনায় ছিলেন ইয়েস দলনেতা সুশীল কান্তি চাকমা, ইয়েস সদস্য সোনিয়া চাকমা, দীপক দাশ, ইয়েস ফ্রেন্ডস সাটংপ্র“ চৌধুরী। এছাড়া টিআইবি রাঙামাটি সিসির কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
আয়োজিত ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রে আগত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সনাক-টিআইবি’র লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানোর পাশাপাশি তথ্য ও পরামর্শ কেন্দ্রের উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়। আগত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তথ্য ও পরামর্শ সম্বলিত ভাজপত্র ও লিফলেট বিতরন করা হয়।
রাঙামাটি সরকারী কলেজের উপাধ্যক্ষ জনাব মফিজ উদ্দিন বলেন “ এ ধরনের ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র জনসাধারনের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.