বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি পৌর শাখার সভাপতি এস,এম শফিউল আজম, সাধারন সম্পাদক মাহবুবুল বাসেত অপু ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখা অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা প্রচার সেক্রেটারীর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,
রাঙামাটি পৌর বিএনপির নব-নির্বাচিত নেতৃবৃন্দ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে মানুষের বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার পূণঃরুদ্ধার এবং আইনের শাসন ও গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবেন। বিশেষ করে ২০ দলীয় জোটের কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করতে নব-নির্বাচিত পৌর বিএনপি নেতৃবৃন্দের সাহসী ভূমিকা রাখবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.