• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    রাঙামাটিতে দাদুর যৌন নির্যতানের শিকার নাতিনী                    রাজস্থলীতে বাচ্চা প্রসবকালে বন্য হাতির মা ও শাবকের মৃত্যু                    সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ আঃলীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা                    পাহাড়ে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে মিডওয়াইফারি নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ                    
 
ads

রাঙামাটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণ সচেতনা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণ সচেতনামূলক শীর্ষক দিন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেছেন, দেশের ৬১টি জেলায় পারিবারিক আদালতের কার্যক্রম থাকলেও তিন পার্বত্য জেলায় পারিবারিক আদালতের কার্যক্রম নেই। ফলে বিবাহ বিচ্ছেদ, অভিভাবকত্ব, ভরনপোষনসহ ইত্যাদি উদ্ভুত পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের মামলা আদালতের মাধ্যমে নিরসন করা সম্ভব হচ্ছে না।

বক্তারা আরও বলেন, রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, অপহরণসহ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তবে ঘটনার বিচার ও প্রতিকারে আইন সহায়তা কেন্দ্রের বিষয়ে স্থানীয়দের সঠিক তথ্য জানা থাকলে এবং গণ সচেতনা বৃদ্ধি করা গেলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিষ্টিউট মিলায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট(ব্লাষ্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ ও ইউরোপিয়ানের উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী কর্মশালায় উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন ২৯৯ নং আসনের সাংসদ উষাতন তালুকদার। ব্লাষ্ট রাঙামাটি ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. পরিতোষ দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি-সিএইচটিডিএফ-এর প্রকল্পের সহকারী পরিচালক প্রজেনজিৎ চাকমা ও নারী নেত্রী টুকু তালুকদার। আলোচক ছিলেন রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সিআর দত্ত, এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, এ্যাড.সৌরভ দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন ব্লাষ্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাড. জুয়েল দেওয়ান।

সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শামস উদ্দীন খালেদ। দিন ব্যাপী এ সচেতনামূলক কর্মশালায় ব্লাষ্টের সুবিধাভোগীরা ছাড়াও নারী অধিকার কর্মীরা অংশ নেন।

দিন ব্যাপী কর্মশালায় সাম্প্রতিক নারীর প্রতি সহিংসতা ও ঘটনা এবং কারণসমূহ,জেন্ডার প্রেক্ষাপট পার্বত্য চট্টগ্রাম, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের উপর আলোচনা, পারিবারিক সহিংসতার প্রতিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩), বাল্য বিবাহ নিরোধ আইন, নারীর প্রতি সহিংসতা মামলা সমুহের পর্যালোচনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ তুণমূল পর্যায়ে অধিকার কর্মীদের করনীয় ও ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্য়ক্রমের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বারোপ করে বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যাপক গণ সচেতনা বৃদ্ধি করতে হবে। পার্বত্য চট্টগ্রামের গ্রামে-গঞ্জে সকল জাতি-ধর্ম নির্বিশেষে এ গণ সচেতনা সৃষ্টি করতে হবে। এ অঞ্চরের অরাজগতা বা সমস্যাকে জিইয়ে রেখে যাতে এখানে কেউই অশান্তি  সৃষ্টি না  করে এবং সকল সম্প্রদায় যেন শান্তিতে বসবাস করতে পারে সে জন্য সবাইকে খেয়াল করারও তিনি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলের যারা সরকারী কর্মকর্তা-কর্মচারী চাকুরী করতে আসেন তাদের প্রথাগত রীতিনীতি ও পার্বত্য চট্টগ্রামের আইন নিয়ে সচেতনামূলক ওরিয়েটশনের দরকার।

তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শুধু সাংসদকে বলতে হবে তা নয়। এ দায়িত্ব শুধু জনপ্রতিনিধিদের নয়। সবার দায়িত্ব রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

সমাপনী অনুষ্ঠানে রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শামস উদ্দীন খালেদ বলেন, পারিবারিক আদালতের বিষয়ে জেলার ৬১টি জেলায় স্থাপন করা হলেও তিন পার্বত্য জেলায় পারিবারিক আদালত নেই। তিনি বলেন, মানুষকে সচেতন করতে হলে আগে নিজেকে সচেতন করতে হবে। তাই অভিজ্ঞতার বিনিময় প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, রাঙামাটিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলা করার জন্য এখানে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার চালু রয়েছে। তবে লংগদু উপজেলায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি) চালু রয়েছে বলে আজকে তা পারলাম  বলে তিনি উল্লেখ করেন। 

কর্মশালায় অংশ গ্রহনকারীদের এক প্রশ্নের উত্তরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বলেন, ধর্ষনসহ চাঞ্চল্যকর মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে সাধারনত মামলা দীর্ঘ দিন ধরে চলার কারণে সাক্ষী পাওয়া না যাওয়ার কারনে মামলা দীর্ঘ স্থায়ী হয়ে থাকে। এছাড়া রাঙামাটিতে জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কার্যক্রম আলাদা রয়েছে। যদিও প্রশাসনিক কার্যক্রমের ধরন একই। বর্তমানে রাঙামাটিতে একটি ভবনেই বিচারিক কার্যক্রম চলছে। উপরন্তু এখানে রয়েছে বিচারকের স্বপ্লতা। একজন বিচারকের পিছনে কয়েক হাজার মামলা পড়ে থাকে। তার উপর বিচারকের ভবনসহ আবাসনের সংকট রয়েছে।

আলোচক বক্তব্যে এ্যাডভোকেট সুস্মিতা চাকমা বলেন,দেশের অনান্য স্থানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের জন্য পারিবারিক আদালতের কার্যক্রম থাকলেও তিন পার্বত্য জেলায় পারিবারিক আদালতের কার্যক্রম নেই। তবে পাহাড়ী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রথাগত রাজ আদালত, অথবা হেডম্যান ও কারবারী আদালতে পারিবারিক আইনের মিমাংসা করা হয়ে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ