• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

আগামী ১৬ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা বিএনপি’র কাউন্সিল,নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2015   Thursday

আগামী ১৬ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছে। মাঠ পর্যায়ের এসব নেতাকর্মীরা আসন্ন কাউন্সিলে নেতৃত্ব পরিবর্তনসহ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন চায়। গত ৬ বছরে কাপ্তাই উপজেলায় সরকার বিরোধী কোন আন্দোলন সংগ্রামে নেতৃবৃন্দের তেমন কোন ভূমিকা দেখেনি। তাছাড়া দলীয় কোন কর্মসূচীও এখানে পালিত হতে দেখা যায়নি। ২০০৯ সালে সর্বশেষ কাপ্তাই উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনা অনুযায়ী ১৬সেপ্টেম্বন কাপ্তাই উপজেলা বিএনপি’র এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতিক সময়ে সারাদেশে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন কর্মসূচী পালিত হলেও  কাপ্তাইয়ে একটি মিছিল পর্যন্ত করা হয়নি বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে। সারা দেশের তুলনায় কাপ্তাই অঞ্চলটি সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে দীর্ঘদিন ধরে। এখানে রাজনৈতিক হিংসা-হানাহানি নেই বললেই চলে। এমন শান্ত পরিবেশেও আন্দোলন সংগ্রামের সময় কাপ্তাইয়ে কোন সরকার বিরোধী এমনকি দলীয় কোন কর্মসূচীও পালিত হয়নি এ পর্যন্ত। অথচ কাউন্সিলের তারিখ ঘোষনার পরেই এদীর্ঘ সময় কাপ্তাই ছেড়ে যারা অন্যত্র অবস্থান করেছে, তারাও কাপ্তাইয়ে এসে পুনরায় পদ প্রাপ্তির আশায় এলাকায় উপস্থিত হয়ে তদবীর লবিং শুরু করেছেন।

দীর্ঘ ৬ বছর পর গত ৮ সেপ্টেম্বর ওয়া¹া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিএনপি’র কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বর্তমান উপজেলা বিএনপি’র বর্তমান সভাপতি মহির উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি ডা: রহমত উল্লাহ, জাফর আহমদ স্বপন, টিএস তালুকদার, হেডম্যান উথোয়াইচিং চৌধুরী (বাবলু) সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্লাহ, উপজেলা শ্রমিকদল সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবদল সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর নাহার বেগম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় উপস্থিত একটি সূত্র জানায়, সভায় তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দের দাবী ছিল পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তি করার উপর। কোন সুবিধাভোগী বিএনপি নেতৃত্ব যাতে নতুন কমিটিতে স্থান না পায়। সভায় ১০ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ ইসমাইল হোসেন নিজামী বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ^াসী। তাই সম্মেলন প্রস্তুতি কমিটি কাউন্সিলারদের ভোটাধিকারের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করবে।

সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী জাফর আহমদ স্বপন  জানান,পরীক্ষিত নেতাকর্মীরাই নেতৃত্বে আসুক আমরা এটাই চাই।

সাংগঠনিক সম্পাদক প্রার্থী আবু হাসান চৌধুরী রক্সি জানান,আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। যারা দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকবে এমন নেতৃত্বই আমাদের কাম্য।

অপর সাংগঠনিক সম্পাদক প্রার্থী নাসির উদ্দিন  জানান, ত্যাগী ও পরীক্ষিতদের হাতে নেতৃত্ব আসুক সেটায় চান এবং এ ব্যাপারে কাউন্সিলরদের প্রার্থী বাচাইয়ে ভুল না করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ