দীর্ঘ ৫ বছর পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলকে কেন্দ্র করে বাঘাইছড়িতে বিএনপির নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত অনুযায়ী ১১সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল। উপজেলা বিএনপির মোট ভোটার রয়েছেন ১২৩ এবং পৌর বিএনপির ভোটার রয়েছেন ১৩২ জন। এবার উপজেলা বিএনপির সভাপতি পদে লড়ছেন মোঃ সেলিম উদ্দিন বাহার (ছাতা) ও মোঃ ওমর আলী (আনারস প্রতিক)। সাধারন সম্পাদক পদে লড়ছেন মোঃ জাবেদুল আলম গোলাপ (ফুল), মোঃ শাহাজান চৌধুুরী (বাস) ও মোঃ আতাউর রহমান(বিমান)। সাংগঠনিক পদে লড়ছেন মোঃ বদি আলম(ফুটবল) ও আবদুল কাদের মোল্লা(মাছ)। পৌর বিএপির কমিটিতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নিবাচিত হয়েছেন নিজাম উদ্দিন বাবু। সাধারন সম্পাদকসহ অন্যান্য প্রতিদ্বন্ধিতা হচ্চে। সাধারন সম্পাদক পদে লড়ছেন হাজী নুরুল আলম(আম) ও মোঃ আদুল হালিম (রিক্সা) এবং সাংগঠনিক পদে লড়ছেন মোঃ বিল্লাল হোসেন(দোয়াত কলম), ও কাজী মোস্তফা(টেবিল ফ্যান)। এসব পদের প্রার্থীরা ব্যাপক শো-ডাউনের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোটারদের মনজয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিঠির আহবায়ক নিজাম উদ্দিন বাবু ও হাজী মুন্সি মিয়া জানান, ১১সেপ্টেম্বর উপজেলার বাবু পাড়া কমিউনিটি এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে বিএনপির জেলা কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.