• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার                    পার্বত্য চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে                    নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    
 
ads

চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা লামায় বাগানের রাবার গাছসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে দিল

Published: 28 Jan 2016   Thursday

সন্ত্রীদের দাবীকৃত কোটি টাকা চাঁদা না দেয়ায় বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়ায় গাজী রাবার প্লান্টেশনের রাবার বাগানে ৩দিনের ব্যবধানে রাবার গাছসহ প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির মূল্যবান শিশু গাছ কেটে দিয়েছে একটি সন্ত্রাসী গ্রুপ। এতে সাড়ের ১২ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

 

জানা যায়, বাগান সৃজনের পর থেকে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় ক্ষুব্দ হয় সন্ত্রাসী গ্রুপটি। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে রোববার দিবাগত রাত ১১টার দিকে ৪৫-৫০জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে দা, লাঠি, কিরিচ, লোহার রড ও বন্দুক নিয়ে রাবার প্লান্টেশনে হানা দেয়।

 

এ সময় তারা প্লান্টেশনের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩বছর বয়সী ৫০৮টি রাবার, ৪বছর বয়সী ১২৫টি আকাশমনি ও ১২শ ৭০টি নার্সারীর রাবার চারা গাছ কেটে দেয়। পরে কর্মচারী থাকার দুইটি ঘর ভাংচুরসহ ঘরে রক্ষিত সম্পূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এতে বাগান মালিকের প্রায় ১২ লাখ ৬৬হাজার টাকার ক্ষতি হয়। গত এক বছরে তিন দফায় হানা দিয়ে প্লান্টেশনের রাবারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ কেটে দেয় ওই সন্ত্রাসী গ্রুপটি। খবর পেয়ে সোমবার সকালে স্থানীয় সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সূত্র আরও জানানয়, এ সময় বাগানের ম্যানাজার মোঃ মাহাবুব হোসেন ও সুপারভাইজার পরিজ্ঞান চাকমা পাশের জঙ্গলে পালিয়ে গিয়ে জানে বেঁচে যায়। এ ঘটনায় গাজী’র রাবার প্লান্টেশনের সিনিয়র ম্যানাজার হাবীবুল আলম ২৭ জানুয়ারী লামা থানায় মামলা একটি মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গেল ২০১২ সালে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের চিংকুমঝিরি এলাকায় প্রায় ২০০ একর পাহাড়ি জমিতে রাবারসহ বিভিন্ন প্রজাতির বাগান সৃজন করে ভোগদখলে আসে গাজী রাবার প্লান্টেশন কর্তৃপক্ষ।


বাগানের পাহারাদার মেনচিং মুরুং ও রুইমিং মুরুং বলেন, সন্ত্রাসীরা মার্মা ও মুরুং ভাষায় কথা বলতে শুনা গেছে। তারা সংখ্যায় বেশি ও হাতে অস্ত্র থাকায় প্রতিবাদ করা সম্ভব হয়নি। প্রায় তিন-চার ঘন্টা তান্ডব চালিয়ে প্লান্টেশনের বিভিন্ন বয়সের ১৯০৩টি গাছ কেটে দেয় সন্ত্রাসীরা। তিনি আরও জানান, এ সময় কর্মচারীদের থাকার দুইটি ঘর দা দিয়ে কুপিয়ে তছনছ করে, ঘরে থাকা চাল, ডাল, লবন, মরিচ থেকে শুরু করে সম্পুর্ন জিনিসপত্র নিয়ে যায় তারা। জমি ছেড়ে চলে না গেলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।


বাগানের সুপারভাইজার পরিজ্ঞান চামকা বলেন, বাগান কর্মচারীদের থাকার দুইটি ঘর ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসী গ্রুপটি। এতে প্লান্টেশন কর্তৃপক্ষের ১২ লাখ ৬৬ হাজার টাকার ক্ষতি সাধিত হয় বলে তিনি দাবী করেন।


গাজী’র রাবার প্লান্টেশনের সিনিয়র ম্যানাজার হাবীবুল আলম বলেন, সন্ত্রাসীরা প্রথম আমাদের রাবার বাগানে হামলা গত ২৪ জানুয়ারী। এ ঘটনায় লামা থানায় অভিযোগ দেওয়ার ৩ দিনের মাথায় অভিযোগটি ২৭ জানুয়ারী মামলা হিসাবে এন্ট্রি করে। থানায় মামলা হওয়ার দিন পেরুতেই রাতে উক্ত সন্ত্রসীরা পুনরায় রাবার বাগনে হামলা চালিয়ে হামলা চালিয়ে ২৬৮টি রাবার গাছ, আমগাছ সহ বাগানের মালামল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।


রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়রম্যান ছাচিং প্রু মার্মা গাজী’র রাবার প্লান্টেশনের হামলা, ঘর ভাংচুর ও রাবার গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ও স্থানীয় সেনাবাহিনীকে অবগত করেছি। ঘটনাটি অত্যন্ত অমানবিক। ক্ষতিগ্রস্থ রাবার প্লান্টেশন কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ দেয়া হয়েছে বলেও তিনি জানান।


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী ধরতে অভিযান চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ