• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

জুরাছড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যুঃ ১০ শিশুসহ ৫০ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2016   Saturday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার প্রত্যান্ত দুমদুম্যা ইউনিয়নে গত কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ বছরের এক শিশুর মৃত্যু এবং ৫০ পরিবারে ৪০ শিশু, ১০ জন পূর্ন বয়স্ক লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, গত কয়েক দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্ঠি হয়। এতে বৃষ্টিপাতের কারণে ইউনিয়নের বরকলক, বামে সুবলং, স্কুল পাড়া, কান্দিরা বাপ ছড়া, গাছতলী পাড়াসহ কয়েকটি পার্শ্ববর্তী গ্রামে শিশুসহ বয়স্ক লোকজনের ডায়রিয়া অক্রান্ত হয়। তবে কিছু কিছু শিশুকে প্রাথমিক চিকিৎসায় ভাল হলেও ডায়রিয়ার আক্রান্তের প্রবণতা পেতে থাকে। শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামের মধুরঞ্জন চাকমার শিশু কন্যা প্রমিতা চাকমা মারা যায়। গত শনিবার পর্যন্ত ৫০ পরিবারে ৪০ জন শিশু ও ১০ জন বয়স্ক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।


ডায়রিয়ার আক্রান্ত শিশুদের অবিভাবক দেবজিৎ চাকমা, কালা চিত্তি চাকমা, দয়েল বিকাশ চাকমা সুধাকর চাকমা জানান, স্থানীয় বেসরকারী স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরার্মশ দিয়েছেন।


২নং স্থানীয় ওয়ার্ড মেম্বর অনিল বরণ চাকমা জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মধুরঞ্জন চাকমার কন্যা শিশু প্রমিতা চাকমা শুক্রবার সন্ধ্যায় মারা গেছে। ক্রমান্বয়ে এ ডায়রিয়া প্রকোপ এলাকা জুড়ে বৃদ্ধি পাচ্ছে বলে তিনি দাবী করেন।


দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা জানান, ইউনিয়নের ১ এবং ২ নং ওয়াডে এ ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগীতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তহিন বড়–য়া তমাল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পর্যাপ্ত ঔষধ সংরক্ষণ রয়েছে। কর্তৃপক্ষের নিদের্শ পাওয়া গেলে মেডিক্যাল টিম ডায়রিয়ায় আক্রান্ত প্রবনত এলাকায় যেতে প্রস্তুত রয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা জানান, ঘটনাটি শুনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য ডায়রিয়ায় আক্রান্ত প্রবন এলাকায় বেসরকারী ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের কর্মী পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিশ্চিত করলে উচ্চ পর্যায়ের মেডিকেল টিম পাঠানো হবে।


উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা ডায়রিয়ায় আক্রান্ত শিশু মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়রিয়া প্রবনত এলাকাগুলোতে নিয়ন্ত্রনে আনতে উচ্চ পর্যায়ে মেডিক্যাল টিম পাটানোর জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। তবে দ্রুত মেডিক্যান টিম পাঠানো হবে কর্তৃপক্ষ তাকে জানিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ