লামার দূর্গম সাপের ঘেরা সড়কে জীপ উল্টে গিয়ে ঘটনা স্থলে ২ জেলে নিহত ও ৮ জন জেলে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা সড়কের কলি মিয়ার ঘোনায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোঃ ইলিয়াছ (৩৫) ও আব্দুল মোনাফ (৩২)।
জানা যায়, লামা উপজেলা সদর থেকে প্রায় ৫০ কি.মি. দক্ষিণে অবস্থিত সাপেরগারা এলাকায় একটি মৎস প্রজেক্ট থেকে মাছ ধরে আসার পথে মাছ ভর্তি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার পাশ্ববর্তী চকরিয়া উপজেলার দোলহাজার ইউনিয়নের মোঃ ইলিয়াছ (৩৫) ও আব্দুল মোনাফ (৩২)। এসময় ৭জন আহত হয়েছে।
আহতদেরকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সকলে জেলে এবং মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.