বান্দরবানে লামা উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় মোঃ মবিন (২৭) নামের এক যুবককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে মোবাইল কোটের মাধ্যমে লামা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এ দন্ড প্রদান করা হয়।
লামা ইসলামিয়া ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব জানিয়েছেন দীর্ঘদিন ধরে লামা পৌরসভার নয়াপড়ার মোঃ হাছানের পূত্র মোবিন ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করে আসছে। শনিবার মাদ্রাসায় আসার পথে গজালিয়া বাসষ্ট্যান্ডে ছাত্রীকে উত্যক্ত করা হয়। ছাত্রীটি প্রতিবাদ করলে এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। দন্ডপ্রাপ্ত যুবক মোঃ মবিনকে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.