রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মনিতা চাকমা (৯)।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শিশু মনিতা চাকমা কাপ্তাই হ্রদে গোসল করতে গেলে সে পানিতে ডুবে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে কেংড়া ছড়ি গ্রামের ইতিয়ন চাকমার মেয়ে ও কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাএী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.