লামা উপজেলার সরই ইউনিয়নে চোরাই কাঠের ট্রাক উল্টে মোঃ মহিউদ্দিন(৩৫) নামক এক জ্বালানী কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে।
বুধবার সকালে সরই ইউনিয়নের তংগ ঝিরি দিয়ে জ্বালানী কাঠ পাচারকালে ট্রাক উল্টে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চালক আবুল বাশার(৫০)কে লোহাগাড়া মা-মনি হাসপাতালে ভর্তি কার হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, উপজেলা সরই ইউনিয়নের বিভিন্ন সড়ক দিয়ে ব্যাপক হারে অবৈধ জ্বালানী কাঠ ও মূল্যবান বনজ সম্পদ দীর্ঘদিন ধরে পাচার হয়ে আসছে। বুধবার তংগ ঝিরি হতে অবৈধ জ্বালানী কাঠ নিয়ে পাচার কালে এ দূর্ঘটনা ঘটে।
ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.