গণতান্ত্রিক যুব ফোরামের ৫ম কেন্দ্রীয় কাউন্সিল রাঙামাটির কতুকছড়িতে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে অংগ্য মারমা জিকো ত্রিপুরাকে সাধারন সম্পাদক ও থুইক্যচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লালন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।
প্রেস বার্তায় বলা হয়, ৫ ও ৬ এপ্রিল দুই দিন ব্যাপী কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব সমাবেশে সভাপতি মাইকেল চাকমা। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)এর কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা, ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তি দেব চাকমা, ইউপিডিএফসংগঠক ও গণতান্ত্রিকযুব ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন চাকমা, হিলউইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিনাচাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহঅন্যান্য নেতৃবৃন্দ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে সংগঠনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায় ীকমিটির সাধারণ সম্পাদ কঅংগ্য মারমা। এছাড়া কাউন্সিলে অর্থ সম্পাদকের প্রতিবেদনও উপস্থাপন করা হয়। পরে উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতির ভিত্তিতে রিপোর্ট অনুমোদন করা হয়।
কাউন্সিলঅধিবেশনে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে গণতান্ত্রিকযুব ফোরামের দেড়শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
প্রেস বার্তায় অআরো বলা হয়, কাউন্সিল অধিবেশনে উপস্থিতিতে ৮ দফা রাজনৈতিক প্রস্তাবনা ও দাবিনামা গৃহীত হয়। ৪ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে পুলিশ গুলিবর্ষণ করে ৪ জনকে হত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ৭এপ্রিল ঢাকায় সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও প্রগতিশীল ছাত্রজোটএর যৌথ উদ্যোগে আয়োজিত স্বরাষ্ট্রমন্ত্রনালয় ঘেরাও কর্মসূচির সাথে গণতান্ত্রিকযুব ফোরাম একাত্মতা ঘোষণা, ‘রাষ্ট্রধর্ম ইসলাম’বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের সমালোচনা করা হয়, এবং তা বাতিলের দাবী জানানো হয়। ২২ জানুয়ারী ২০১৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক পার্বত্য চট্টগ্রাম সংক্রান্তজারিকৃত ১১ দফা নির্দেশনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয় এবং উক্ত ১১ দফা নির্দেশনাঅবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.