• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে গণতান্ত্রিক যুবফোরামের বার্ষিকী ও জাতীয় সন্মেলনে বক্তারা
তনুসহ পার্বত্য আদিবাসী নারী ধর্ষণ, অপহরণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2016   Tuesday

গণতান্ত্রিক যুবফোরামের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম জাতীয় সন্মেলন উপলক্ষে মঙ্গলবার রাঙামাটি বিশাল যুব সমাবেশে ও বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে ভূমি দখল, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারীকৃত ১১ দফা নির্দেশনা বাতিল, কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুসহ পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারীদের ধর্ষণ, অপহরণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।

 

রাঙামাটি সদর উপজেলার কতুকছড়ি বাজার মাঠে আয়োজিত ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরামের বার্ষিকী ও জাতীয় সন্মেলনে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা। বক্তব্যে রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনেরকেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিনা চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোনালী চাকমা, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের টেকনাফ ও উখিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মণি স্বপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাউচি চাকমা, প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়ার্ডের সভাপতি জ্ঞানকীর্তি চাকমা, রাজশাহী, দিনাজপুর অঞ্চলের জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিনিধি জুলিয়ান মার্ডি ও শ্যামল মার্ডি। স্বাগত বক্তব্যে রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা। সমাবেশে ইউপিডিএফের সভাপতি প্রসীত বিকাশ খীসার পাঠানো লিখিত বক্তব্যে পড়ে শুনান ইউপিডিএফ নেতা নতুন ধন চাকমা।

 

সমাবেশ শুরুর আগে উদ্ধোধনী সংগীতের মধ্য দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে নির্মম খুন, ঘুমের শিকার হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য থুইক্যচিং মারমা। শোক প্রস্তাব পাঠ শেষে সকল নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে সদ্য কারামুক্ত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরাকে ফুল দিয়ে অভিবাদন জানানো হয়। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুব ফোরামের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে কতুকছড়ি বাজার মাঠ থেকে হেডম্যান পাড়া পর্ষন্ত একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।


যুব সমাজের উদ্দেশ্যে পাঠানো ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা লিখিত বার্তায় বলেন, গণতান্ত্রিক যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ক্ষমতাসীন সরকারের গণবিরোধী হিংস্র রূপ শুধু পার্বত্য চট্টগ্রামবাসীর নিকট নয়, স্পষ্ট হয়ে উঠেছে সারা দেশবাসীর নিকটও। ক্ষমতাসীন সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন, অন্যায়-অত্যাচার জোরজবরদস্তির বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামবাসীর মতই দেশের অন্যান্য অঞ্চলেও প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হচ্ছে। অতি সাম্প্রতিককালে ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু(১৯)-কে ধর্ষণ ও হত্যার এতদিন পরও অপরাধী চক্রকে গ্রেফতার ও বিচারের সম্মুখীন না করা, অপরাধীদের আড়াল করতে নানা টালবাহানার কারণে সরকারের প্রতি সাধারণ জনগণ চরমভাবে বিক্ষুব্ধ। তনু ধর্ষণ ও হত্যাকা- সমস্ত অন্যায়ের প্রতীক হয়ে উঠেছে, এ ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, যার সাথে সংহতি জ্ঞাপন করতে রাস্তায় নামছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এ প্রতিবাদ বিক্ষোভের ঢেউ বইছে পার্বত্য চট্টগ্রামেও। অত্যন্ত যৌক্তিক কারণে এ ন্যায় সঙ্গত আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় ইউপিডিএফ।


তিনি অভিযোগ করে আরও বলেন, দীঘিনালার বাবুছড়ায় বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর স্থাপনের উছিলায় স্থানীয় পাহাড়িদের বংশপরম্পরার ভিটেবাড়ি-জায়গাজমি থেকে উৎখাত করা হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন প্রান্তে নানা প্রকল্পের নামে জমি অধিগ্রহণ হচ্ছে। ভূমিদস্যুদের ভূমি আগ্রাসন অব্যাহত রয়েছে। বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে অন্যায়ভাবে “বাঙালি জাতীয়তা” চাপিয়ে দিয়েছে সরকার। সর্বোচ্চ আদালতের মাধ্যমে “রাষ্ট্রী ধর্ম ইসলাম” বজায় রেখে ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ১১দফা নির্দেশনা জারি রেখে পার্বত্য চট্টগ্রামে কার্যত ফৌজী শাসন পাকাপোক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত সরকার।আসন্ন পয়েলা বৈশাখের উৎসবে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার পক্ষে নানা যুক্তির অবতারণা করেছেন, যা সাংস্কৃতিক সংগঠনসমূহ গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে।


সভাপতির বক্তব্যে সমাবেশে যুব ফোরাম নেতা মাইকেল চাকমা বলেন, ১৯৯৬ সালে রাঙামাটির বাঘাইছড়ি লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। এই ঘটনার এত বছর পেরিয়ে গেলেও কল্পনা অপহরণের বিচার হয়নি। তিনি অধিকার আদায়ের লক্ষে যুব সমাজকে আরও অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ