• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

রাঙামাটিতে গণতান্ত্রিক যুবফোরামের বার্ষিকী ও জাতীয় সন্মেলনে বক্তারা
তনুসহ পার্বত্য আদিবাসী নারী ধর্ষণ, অপহরণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2016   Tuesday

গণতান্ত্রিক যুবফোরামের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম জাতীয় সন্মেলন উপলক্ষে মঙ্গলবার রাঙামাটি বিশাল যুব সমাবেশে ও বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে ভূমি দখল, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারীকৃত ১১ দফা নির্দেশনা বাতিল, কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুসহ পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারীদের ধর্ষণ, অপহরণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।

 

রাঙামাটি সদর উপজেলার কতুকছড়ি বাজার মাঠে আয়োজিত ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরামের বার্ষিকী ও জাতীয় সন্মেলনে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা। বক্তব্যে রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনেরকেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিনা চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোনালী চাকমা, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের টেকনাফ ও উখিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মণি স্বপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাউচি চাকমা, প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়ার্ডের সভাপতি জ্ঞানকীর্তি চাকমা, রাজশাহী, দিনাজপুর অঞ্চলের জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিনিধি জুলিয়ান মার্ডি ও শ্যামল মার্ডি। স্বাগত বক্তব্যে রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা। সমাবেশে ইউপিডিএফের সভাপতি প্রসীত বিকাশ খীসার পাঠানো লিখিত বক্তব্যে পড়ে শুনান ইউপিডিএফ নেতা নতুন ধন চাকমা।

 

সমাবেশ শুরুর আগে উদ্ধোধনী সংগীতের মধ্য দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে নির্মম খুন, ঘুমের শিকার হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য থুইক্যচিং মারমা। শোক প্রস্তাব পাঠ শেষে সকল নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে সদ্য কারামুক্ত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরাকে ফুল দিয়ে অভিবাদন জানানো হয়। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুব ফোরামের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে কতুকছড়ি বাজার মাঠ থেকে হেডম্যান পাড়া পর্ষন্ত একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।


যুব সমাজের উদ্দেশ্যে পাঠানো ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা লিখিত বার্তায় বলেন, গণতান্ত্রিক যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ক্ষমতাসীন সরকারের গণবিরোধী হিংস্র রূপ শুধু পার্বত্য চট্টগ্রামবাসীর নিকট নয়, স্পষ্ট হয়ে উঠেছে সারা দেশবাসীর নিকটও। ক্ষমতাসীন সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন, অন্যায়-অত্যাচার জোরজবরদস্তির বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামবাসীর মতই দেশের অন্যান্য অঞ্চলেও প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হচ্ছে। অতি সাম্প্রতিককালে ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু(১৯)-কে ধর্ষণ ও হত্যার এতদিন পরও অপরাধী চক্রকে গ্রেফতার ও বিচারের সম্মুখীন না করা, অপরাধীদের আড়াল করতে নানা টালবাহানার কারণে সরকারের প্রতি সাধারণ জনগণ চরমভাবে বিক্ষুব্ধ। তনু ধর্ষণ ও হত্যাকা- সমস্ত অন্যায়ের প্রতীক হয়ে উঠেছে, এ ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, যার সাথে সংহতি জ্ঞাপন করতে রাস্তায় নামছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এ প্রতিবাদ বিক্ষোভের ঢেউ বইছে পার্বত্য চট্টগ্রামেও। অত্যন্ত যৌক্তিক কারণে এ ন্যায় সঙ্গত আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় ইউপিডিএফ।


তিনি অভিযোগ করে আরও বলেন, দীঘিনালার বাবুছড়ায় বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর স্থাপনের উছিলায় স্থানীয় পাহাড়িদের বংশপরম্পরার ভিটেবাড়ি-জায়গাজমি থেকে উৎখাত করা হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন প্রান্তে নানা প্রকল্পের নামে জমি অধিগ্রহণ হচ্ছে। ভূমিদস্যুদের ভূমি আগ্রাসন অব্যাহত রয়েছে। বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে অন্যায়ভাবে “বাঙালি জাতীয়তা” চাপিয়ে দিয়েছে সরকার। সর্বোচ্চ আদালতের মাধ্যমে “রাষ্ট্রী ধর্ম ইসলাম” বজায় রেখে ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ১১দফা নির্দেশনা জারি রেখে পার্বত্য চট্টগ্রামে কার্যত ফৌজী শাসন পাকাপোক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত সরকার।আসন্ন পয়েলা বৈশাখের উৎসবে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার পক্ষে নানা যুক্তির অবতারণা করেছেন, যা সাংস্কৃতিক সংগঠনসমূহ গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে।


সভাপতির বক্তব্যে সমাবেশে যুব ফোরাম নেতা মাইকেল চাকমা বলেন, ১৯৯৬ সালে রাঙামাটির বাঘাইছড়ি লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। এই ঘটনার এত বছর পেরিয়ে গেলেও কল্পনা অপহরণের বিচার হয়নি। তিনি অধিকার আদায়ের লক্ষে যুব সমাজকে আরও অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ