বান্দরবানে লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৩ টি দেশী তৈরী বন্দুকসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হল হেবল ত্রিপুরা (২৫), হরিশ চন্দ্র ত্রিপুরা (৩৮) এবং বিরেন্দ্র ত্রিপুরা (৩০)।
জানা গেছে, উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের বসন্ত বড়–য়া হত্যাকান্ডের তদন্তের সূত্র ধরে বুধবার পুলিশ ও সেনা বাহিনী অভিযান পরিচালনা করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং জিম্মি করে চাঁদাবাজী, হত্যা এবং অসামাজিক কার্যকলাপ করে আসছে। গত ৪ মে বসন্ত বড়–য়া নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে। সেনাবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন হত্যাকারীদের ৩টি দেশী তৈরী বন্দুকসহ রূপসী পাড়া ইউনিয়নের আলীয়াং বাবু পাড়ার দাবীদা ত্রিপুরার ছেলে হেবল ত্রিপুরা (২৫), জ্যোতিষ চন্দ্র ত্রিপুরার ছেলে হরিশ চন্দ্র ত্রিপুরা (৩৮) এবং সত্যমনি ত্রিপুরার ছেলে বিরেন্দ্র ত্রিপুরা (৩০)। পরে অস্ত্র ও আটকৃতদের লামা থানা পুলিশে সোপর্দ করেছে।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.