বরকলের ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) ডাকে রাঙামাটি জেলায় টানা ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন সোমবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
রাঙামাটি জেলায় টানা ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন সোমবার সকাল থেকে শহরের অভ্যন্তরীণ ও দুরাপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। অবরোধের কারণে রাঙামাটি শহর থেকে কোন যাত্রবাহী লঞ্চ অন্যান্য উপজেলার উদ্দেশ্য ছেড়ে যায়নি। এতে সাধারন মানুষের দূর্ভোগ বেড়েছে। মুষলধারের বৃষ্টিকে উপেক্ষা করে রাঙামাটির প্রধান সড়কের বিভিন্ন স্থানে অবরোধারীদের কড়াকড়ি পিকেটিং করতে গেছে। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা অন্যান্য উপজেলায় শান্তিপূর্নভাবে প্রথম দিন অবরোধ কর্মসূচি পালিত হয়েছে জানা গেছে।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশিদ জানিয়েছেন, ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন শান্তিপুর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এ পর্ষন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, জনসংহতি সমিতির অভিযোগ গত ৪ জুন অনুষ্ঠিত যষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডাররা জেএসএস-এর সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমার পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় ও পাহাড়ী ভোটারদের মারধর ও আহত করে। জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুদারের নেতৃত্বে অনুপবেশকারীদের প্রত্যক্ষ ভূমিকায় এবং আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় ব্যাপক জাল ভোট প্রদান করে আওয়ামীলীগ প্রার্থীকে জয়ী করা হয়েছে বলে অভিযোগ ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.