লামায় বিএনপি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার লামা বাজারস্থ আলী মিয়া শপিং কমপ্লেক্সের ২য় তলায় বিএনপি’র লামা উপজেলা, পৌর ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লামা পৌর বিএনপি’র সভাপতি আব্দু রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা বিএনপি’র সভাপতি আমির হোসেন আমু। পৌর ছাত্র দল সভাপতি মোঃ সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, শারাবান তহুরা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন, লামা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল হোসেন ভূইয়া, যুবদল সভাপতি মোঃ রফিক, উপজেলা মহিলা দল সভানেত্রী জোৎস্না বেগম সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা বিএনপি’র সভাপতি আমির হোসেন বলেন, সরকার যত তালবাহানাই করুক আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। ঈদের পর গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হবে। আগামী দিনে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে লামার সকল নেতা-কর্মিদের অংশগ্রহনের জন্য তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.