বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রাঙামাটির ফারুয়া ইউনিয়নের এগুচ্ছেছড়ি এলাকায় গেল মঙ্গলবার চাঁদার টাকা ভাগভোটায়াকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৪জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ইন্দ্র নাথ তংচংগ্যা(৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রাঙামাটির ফারুয়া ইউনিয়নের এগুচ্ছেছড়ি এলাকায় গেল মঙ্গলবার সন্ধ্যায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে চাঁদার টাকা ভাগভোটায়াকে কেন্দ্র করে ভাগবিতন্ডা ঘটে। এতে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ইন্দ্র নাথ তংচংগ্যা নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় এবং ৪ জন আহত হয়। এতে ইন্দ্র নাথ তংচংগ্যা নামের একজন মারা যায়। তবে অপর আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর আলী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা এলাকায় অভিযান চালাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.