সম্প্রতি মন্ত্রীসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে সোমবার রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদসহ ৫টি সংগঠন।
সমাবেশে বক্তারা মন্ত্রীসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সংশোধনী আইন অবিলম্বে বাতিলের দাবী ও আগামী বুধবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান জানিয়েছেন।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন নুর জাহান বেগম।
বক্তব্য রাখেন, পার্বত্য গণ পরিষদ নেতা আতিকুর রহমান আতিক, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের নেতা শহীদ রিটন, মোঃ আলাউদ্দিন প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.