• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    
 
ads

রোয়াংছড়িতে জোড়া খুনের ঘটনায় পরিবারের দাবী
নিহত উক্যহ্লা ও ক্যাহ্লাথুইকে পরিকল্পিতভাবে খুন করে গণপিটুনি বলে চালিয়ে দেয়ার অভিযোগ

Published: 08 Sep 2016   Thursday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যা বিষয়টি আসলে পরিকল্পিত খুন বলে অভিযোগ করেছেন নিহত উক্যহ্লা মার্মা(৪০) ও ক্যাহ্লাথুই মার্মা (৩৮) এর পরিবারের লোকজন। নিহত দুজনের বাড়ি লামা উপজেলার রপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী নয়া মার্মা পাড়ায়।


এদিকে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিহত ২জনকে দরদরী নয়া মার্মা পাড়া সংলগ্ন শশ্মানে দাহ করা হয়েছে। এ ঘটনায় নিহত উক্যহ্লার স্ত্রী মেনুংচিং মার্মা বাদী হয়ে রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছে।


নিহত উক্যহ্লা মার্মার ছোট ভাই মংছিং হ্লা মার্মা (৩৮) জানান, তার বড় ভাই উক্যহ্লা মার্মা রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় বিয়ে করে সাত বছর যাবৎ সেখানে ঘর সংসার করছেন। তার ১মেয়ে ও ১ছেলে রয়েছে। উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মা অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছোট ভাই মৃত থোয়াংগ্যপ্রু মার্মার মেয়ে।


তিনি উক্যহ্লা মার্মা উক্ত অংগ্যপাড়ার জামাই তাই কিভাবে সে সন্ত্রাস হয় প্রশ্ন করে আরো বলেন,মূলত অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মার জায়গা জমির লোভে তার ভাই উক্যহ্লাকে হত্যা করেছে। উক্যহ্লা মার্মা তার শশুর বাড়ি এলাকায় দিনমজুরী করে জীবিকা নির্বাহ করত।


অপর নিহত ক্যাহ্লাথুই মার্মার ছোট ভাই ক্য প্রু অং মার্মা (শিক্ষক) বলেন, তার বড় ভাই রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় ৪মাস আগে দিনমজুরী করতে যায়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা দা দিয়ে কুপিয়ে উক্যহ্লা মার্মাকে হত্যা করলে বিষয়টি দেখে ফেলে তার বড় ভাই ক্যাহ্লাথুই মার্মা। উক্যহ্লা মার্মা হত্যার স্বাক্ষী মুছে ফেলতে পুনরায় কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা তার ভাইকে খুন করেছে। বিভিন্ন পত্র-পত্রিকায় তার বড় ভাই ক্যাহ্লাথুই মার্মার নাম ভুলে হ্লামং মার্মা লেখা হয়েছে।


এ বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলী জানান, বুধবার নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মা বাদী হয়ে থোয়াইচিমং মার্মাকে খআসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ