বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ির পানছড়ি উপজেলা কার্যালয়ে অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করা হয়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে দিপন আলো চাকমা, নয়ন্তু চাকমা ও জলন্ত চাকমার নেতৃত্বে জনসংহতি সমিতির সংস্কার পন্থীদের একদল দুর্বৃত্ত পানছড়ি কলেজে গেইটে অবস্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এর আগে সকালে গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক কর্মী পিংকু চাকমাকে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর করে। গেল রোববারেও তারা পিসিপি’র কার্যালয় ভাংচুর করে ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
প্রেস বার্তায় আরো অভিযোগ করা হয়, একটি মহলের মদদে কয়েকদিন আগেও মহালছড়ি, দীঘিনালাসহ বেশ কয়েকটি জায়গায় সংস্কারপন্থীরা পিসিপি,গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীদের উপর হামলা করা হয়েছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.