আওয়ামীলীগের ২০তম জাতীয় সন্মেলন উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ।
পৌরসভা প্রাঙ্গন থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ করা হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রমুখ।
মিছিলে স্থানীয় মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.