• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    
 
ads

দরিদ্র নারী ও পুরুষের অর্থনৈতিক অবস্থা স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষে রাঙামাটিতে পরামর্শক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2016   Wednesday

দরিদ্র নারী ও পুরুষের অর্থনৈতিক অবস্থা স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষে বুধবার রাঙামাটিতে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক প্রতিষ্ঠান ও আর্থ-সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের দিন ব্যাপী পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা ক্রীড়া সংস্থার হল রুমে আয়োজিত আর্ন্তজাজিত উন্নয়ন সংস্থা হেলভেটাজ-এর আর্থিক সহযোগিতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। বক্তব্যে দেন হেলভেটাজ-এর আবাসিক পরিচালক কাসপার গ্রোসসেনবাচির, হেলভেটাজ-এর আবাসিক উপ-পরিচালক উম্মে হাবিবা ও গ্রীনহীলের প্রজেক্ট ম্যানেজার লালসোয়ক লিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক প্রতিষ্ঠান ও আর্থ-সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের কি-নোট উপস্থাপণ করেন হেলভেটাজ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ডা. নূর আকতার নাহার। সভায় প্রকল্পের উপকারভোগী, কৃষক, কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।


সভায় দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ডা.নীলু কুমার তংচংগ্যা। গ্রীনহীলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে বিশাল এলাকা। তাই তিন পার্বত্য জেলাকে বাদ দিয়ে বাংলাদেশের যতই উন্নয়ন করা হয়ে থাকে না কেন তার আংশিক উন্নয়ন হবে।


তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির পরও এ অঞ্চলের সাধারন মানুষকে একটি পক্ষকে চাদা দিতে হচ্ছে। তবে এগুলো ধীরে ধীরে কমে আসবে যখন মানুষ প্রতিবাদ করতে শিখবে, তখন আর তারা চাদাবাজি করতে আর সাহস পাবে না।


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে যেসব উন্নয়ন সংস্থাগুলো এ অঞ্চলে উন্নয়নের জন্য কাজ করছে তাদের মধ্যে কাজের কোন সমন্বয় নেই। অনেক সময় অনেক জায়গায় কাজের ওভারলেপিং করা হচ্ছে। তাই এসব উন্নয়ন সংস্থাদেরকে একত্রে বসে সম্মিলিতভাবে সমন্বয় রেখে কাজ করতে হবে।


নগরারনের কারণে কাপ্তাই হ্রদের পরিবেশ দুষন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন,এ এলাকায় বসবাসরত সবাই এ কাপ্তাই হ্রদের পানি পান ও ব্যবহার করে থাকে। এ জন্য এখানে প্রথমে পয়ঃনিস্কাশন নিশ্চিত করা অত্যন্ত জরুরী।


তিনি আর্ন্তজাজিত উন্নয়ন সংস্থা হেলভেটাজ-কে রাঙামাটি এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফলমূল ও শাকসব্জি যাতে ঠিকমত সংরক্ষন করতে পারে এবং নায্য মূল্য পায় সে জন্য এ এলাকায় একটি হিমাগার স্থাপনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এ জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে।


উল্লেখ্য, হেলভেটাজ-এর আর্থিক সহযোগিতায় ও গ্রীনহীলের উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি,মগবান ইউনিয়নে, নানিয়ারচর উপজেলা সদর, সাবেক্ষং, বুড়িঘাট ও ঘিরলাছড়ি ইউনিয়নে এবং বান্দরবান জেলায় বান্দরবান সদর উপজেলায় রাজভিলা,কায়ালং,সোয়ালক,টংগ্যাবতি ইউনিয়নে ও আলীকদম উপজেলার সদর ও চয়িকক্যয়ং ইউনিয়নে তিন বছর মেয়াদে দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়ন, স্বাক্ষরতা,পয়ঃনিস্কাশন বিষয়ে কাজ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ