লামায় রুপসীপাড়া ইউনিয়নের ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় জনসাধারণ ধর্ষককে আটক করে লামা থানা পুলিশে সোপর্দ করেন। শুক্রবার দুপুরে শিলেরতুয়া ঠান্ডাঝিরিতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও ঘটনার শিকার আত্বীয়-স্বজনদের সূত্রে জানা যায়,চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর স্কুল ছাত্রী নিজ বাড়িতে অবস্থান করছিল। বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী আব্দু সালামের ছেলে নুর নবী (২১) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। ধর্ষককে রক্ষা করতে পার্শ্ববর্তী সোলেমান মিয়ার ছেলে আমির আলী (১৯) স্কুল ছাত্রীর পিতাকে বেদড়ক লাঠি পেটা করে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ঘটনার পর স্থানীয় ইউপি মেম্বার আবু তাহের ও ওয়ার্ড চকিদার মোঃ মকিম আলী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি রজ্জব আলী ও সাবেক মহিলা মেম্বার হাসিনা বেগমসহ স্থানীয় লোকজন ধর্ষক নুর নবীকে শুক্রবার সন্ধ্যায় লামা থানায় ডিউটি অফিসার এএসআই ওয়াজকরনীর নিকট সোর্পদ করেছেন।
ইউপি মেম্বার মোঃ আবু তাহের এই প্রতিবেদককে ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে বলে জানিয়ে সাংবাদিকদের রিপোর্ট না করার অনুরোধ জানান।
বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় জানান, ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.