বরকল উপজেলার সুবলং বাজার থেকে শুক্রবার এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে বরকল মডেল থানা পুলিশ। আটক ব্যক্তির নাম কামিনী চাকমা (৫২) প্রকাশ লাম্বু। সেই ২নং বরকল ইউনিয়নের কুসুমছড়ি গ্রামের বাসিন্দা ত্রিশূল চাকমার ছেলে।
বরকল মডেল থানার এসআই জীবন রায় চৌধুরী জানান,১৯৯৫ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় কামিনী চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়। ওই মামলায় জেল খাটার পরে জামিনে বেরিয়ে আসে। দীর্ঘ সময় ধরে কোর্টে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী হয়। গেল শুক্রবার সুবলং বাজার থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.