বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অবিস্মরণীয় জয় ও কোয়ার্টার ফাইনালে উঠায় মঙ্গলবার বিকালে রাঙামাটি শহরে আনন্দ র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির ২৯৯ নং আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও বিভিন্ন ক্লাব, সংগঠনের কর্মকর্তাসহ ক্রিকেট ভক্তরা।
অপরদিকে, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরে আনন্দ র্যালী বের করা হয়। র্যালটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত ¡দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ও পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.