খাগড়াছড়িতে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগীতায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলকে ১২৫ রানে হারিয়ে সহজ জয় তুলে নেয় খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ। টেকনিক্যাল স্কুলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন আল মোমিন।
খাগড়াছড়ি জেলা ত্রুীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মঙ্গলবার স্টেডিয়াম মাঠে আয়োজিত এই টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রার্নাস-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ত্রুীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রফিকুল আলম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা’র সঞ্চলনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির আহবায়ক মোঃ আবদুল খালেক।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রানার্স-আপ ট্রফি এবং প্রত্যেকটি দলকে ৩ হাজার টাকা অংশগ্রহণ বাবদ প্রদান করা হয়।
এছাড়াও টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী দুই খেলোয়াড়কে এক হাজার ৫ টাকা করে ৩ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করেন সমাজকর্মী ও ক্রীড়ানুরাগী হাজী মোমিলুল হক এবং দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীকে এক হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করেন সাবেক ক্রিকেটার রনজিত কুমার দে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে টেকনিক্যানল স্কুল ও কলেজ ৪২ ওভারে তুলে নেয় ১৮০ রান। পুলিশ লাইন্স স্কুলের রাজ্জাক পান সর্বোচ্চ ৪টি উইকেট। অপর দিকে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স স্কুল ২৩ ওভারেই অল আউট হয়ে যায়। ততোক্ষণে দলের সংগ্রহ হয় মাত্র ৫৫ রান। ফলে ১২৫ রানের সহজ জয় পায় টেকনিক্যাল স্কুল ও কলেজ।
টুর্ণামেন্টে ৪টি খেলায় অংশ নিয়ে সর্বোচ্চ ২৯৮ রান করেন টেকনিক্যাল স্কুলের আল মমিন এবং ৩ টি খেলায় অংশ নিয়ে সর্বোচ্চ ১২টি উইকেট পায় ইসলামিয়া দাখিল মাদ্রসার ইলিয়াছ। টুর্ণামেন্টের দ্বিতীয় সর্চোচ্চ রান করেন পুলিশ লাইন্স স্কুলের ইসরাত হোসেন শোভন। তার সংগ্রহ ৪ ম্যাচে ১৮৯ রান। খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন পরিমল কর্মকার ও তপেশ ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.