• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

বরকলে টংগ্যার উপজেলা তথ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2020   Tuesday

মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার উদ্যোগে রাঙামাটির বরকলে উপজেলা তথ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা ও লিঙ্গভিত্তিক সহিংসতা দুরীকরণে কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে সংস্থার কার্যক্রম তুলে ধরা হয়। সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কাবারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের  চেয়ার‌্যমান বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের জনসংযোগ কর্মকর্তা শরীফ চৌহাব, মাস্টার ট্রেইনার রিমি চাকমা, উন্নয়ন সংস্থা টংগ্যার প্রকল্প সমন্বয়কারী কুলদীপ রায়, প্রেসক্লাব সভাপতি বিহারী চাকমা,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্য চিং (সাগর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ, ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ।

 

আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকল্পের মাধ্যমে বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন, আইমাছড়া ইউনিয়ন ও সুবলং ইউনিয়নে ১০-২৫ বছর বয়সী কিশোরী ও তরুণীদের উন্নয়নে কাজ করবে টংগ্যা। এ জন্য স্থানীয়ভাবে মেন্টর নির্বাচন ও কিশোরী ক্লাব গঠন করা হবে বলেও সভায় জানানো হয়।

 

চলতি বছরের জুলাই থেকে বরকল উপজেলায় কার্যক্রম শুরু করা হবে বলে জানান- টংগ্যার প্রকল্প সমন্বয়কারী কুলদীপ রায়। প্রকল্পে কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মনুষের সহযোগিতা কামনা করেন তারা।

 

টংগ্যার প্রোগ্রাম অফিসার অনিকা দেব বর্মণের সঞ্চালনায় সভায় নারী প্রগতি সংঘের মাস্টার ট্রেইনার রিমি চাকমা জানান-  এ প্রকল্পে অর্থায়ন করছে দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডের দাতা সংস্থা শ্রীমাভী এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ। রাঙামাটি জেলার বিলাইছড়ি, বাঘাইছড়ি ও বরকল এই তিনটি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

 

নারী প্রগতি সংঘ ও টংগ্যা যৌথভাবে বরকল উপজেলার কিশোরীদের কল্যাণে প্রকল্প গ্রহণ করায় সংস্থার কর্মকর্তাদের সাধুবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার এসএম মঞ্জুরুল হক। এ সময় তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন এবং  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ