একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম (টিটুর) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বান্দরবানে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে।
বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে বান্দরবান প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার বান্দরবান প্রতিনিধি মিনারুল হক,প্রথম আলো বান্দরবান প্রতিনিধ বুদ্ধ জ্যোতি চাকমা,সিনিয়র সাংবাদিক সেলিম আহমেদ চৌধুরী ,এনটিভি প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার । বক্তারা সাংবাদিক টিটুর উপর হামলার নিন্দা জানিয়ে বলেন,সাংবাদিকরা দেশের যে কোন অনিয়মত চোরাকারবারী,দেশের রাজনীতিবিদ,আমলা,প্রশাসনসহ সর্বস্থরের দূর্নীতি তাদের লেখনির মাধ্যমে দেশের জনগনের নিকট তুলে ধরেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য মঙ্গলবার বান্দরবান বাজারের ১নং গলিতে রাস্তার উপর সরকারী ন্যায্য মুল্যের(ওএমএস)চাল পাচারের উদ্যোশ্যে ওএমএস লেখা বস্তা থেকে সরিয়ে অন্য বস্তায় পরিবর্তনের ছবি তুললে চাল চোরাকারবারী চক্রেরা টিটুর উপর হামলা করে। এ ঘটনায় বান্দরবান একটি মামলা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.