শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে খাগড়াছড়িতে।
সকালের দিকে দলীয় কার্যালয় থেকে সমাবেত নেতৃবৃন্দরা শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানিয়ে একটি র্যালী বের করে। পরে র্যালীটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, সহ-সভাপতি মাসাথোয়াই মারমা,কংচাইরী মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মিন্টু,মহিলা দল সম্পাদিকা কহেলী দেওয়ান প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে এ দেশকে স্বৈরাচারী জালিম হাসিনার সরকারের হাত থেকে রক্ষা করতে হবে। এ সময় দেশবাসীকে আন্দোলনের মাধ্যমে অগতান্ত্রিক এ সরকারকে পতনের আহবান জানিয়ে শহীদ জিয়ার আত্মাার শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.