রোববার রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে ভূষনছড়া গণদিবস পালিত হয়েছে।
জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ তুহিননের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা কার্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীম এবং প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের জেলা কমিটির আহবায়ক বেগম নুরজাহান। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের জেলার কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন, মোঃ তুহিন, মোঃ বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমঅধিকার নেতা জসীম উদ্দিন কবীরের মৃত্যুতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ মে দিবাগত রাতে ৩৮৪ জন বাঙালীকে সন্ত্রাসীরা হত্যা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.