খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়িতে পাহাড়িদের জমি বেদখল চেষ্টার প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য জেসিম চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের ফায়ার সার্ভিস এলাকায় আয়োজিত সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা ও জেলা কমিটির অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা। এর আগে একটি মিছিল শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রামগড় মানিকছড়ি এলাকায় ভূমি বেদখলের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন সেটলাররা পাহাড়িদের জমি জোর করে দখল করছে। বক্তারা অবিলম্বে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ ও ভূমি বেদখল বন্ধের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.