বান্দরবানের লামা উপজেলার দক্ষিন শিলেরতুয়ায় এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তার নাম সোহাগ(২৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আলীকদমের শিবাতলী পাড়ার মোঃ খোরশেদের ছেলে মোঃ সোহাগ(২৮) লামা বাজার থেকে মোটর সাইকেল নিয়ে বাড়ী যাওয়ার সময় লামা-আলীকদম সড়কের দক্ষিণ শিলেরতুয়া নামক স্থানে লামা ও আলীকদম উপজেলা থেকে ছেড়ে আসা দু’টি যাত্রীবাহি চাঁদের গাড়ী(সর্টবড়ি জীপ) মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাড়ী চালক ও তার সহকারী ঘটনার পর পর পালিয়ে যায় । এলাকাবাসীরা সোহাগকে মুমুর্ষ অবস্থায় লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লামা থানা পুলিশ ও এলাকাবাসী এ দুটি গাড়ী ও চালকদের সনাক্ত করতে পারেনি।
লামা থানার এসআই(উপপরিদর্শক) অভিজিৎ দাস ঘটনার সত্যতা সিকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও লামা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে দোষীদের বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.