৮ অক্টোবর বিএনপি’র রাঙামাটি জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে রোববার শহরে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
‘টেন্ডারবাজ-দালালমূক্ত বিএনপি চাই,-শ্লোগানে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্যে রাখেন রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এর আগে একটি র্যালী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বনরুপা ঘুরে গিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পর্যন্ত একটি র্যালি প্রদক্ষিণ করে। ‘
সমাবেশে বক্তারা আওয়ামীলীগ পন্থী নেতা লেজুর, দালাল ও টেন্ডারবাজ নেতাদের নির্বাচনের মাধ্যমে বয়কটের আহবান জানান। এছাড়া টেন্ডারবাজ, দালাল, লেজুর ও দল নিয়ে যারা ছিনিমিনি খেলে থাকে তাদেরকে দল থেকে বহিস্কার করার জন্য দলীয় চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার প্রতি দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.