খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল সোমবার সম্পন্ন হয়েছে।
লোগাং ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ বাসেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সমীর দত্ত চাকমা। উদ্বোধক ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব। সভায় বিশেষ অতিথি ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, যুগ্ন-সম্পাদক ও পানছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের প্রমূখ।
আলোচনা সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে (চেয়ার) প্রতীক নিয়ে ৫০ ভোটে নির্বাচিত হয় দীপক কান্তি ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক হিসেবে(মই) প্রতীক নিয়ে ৫৯ ভোটে জয়ী হন কাজী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে (বই) প্রতীক নিয়ে ৩২ ভোটে সোহাগ মজুমদার ও (মোমবাতি) প্রতীক নিয়ে ২২ভোটে বিমল কান্তি চাকমা নির্বাচিত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.